
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: সাতক্ষীরা জেলা ইজিবাইক চালক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মুক্তার সুপার মার্কেটে জেলার বিভিন্ন ইউনিয়নের ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
কুল্যার মোড় ইজিবাইক চালক সমিতির সভাপতি ও বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সদর উপজেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাজরা কমিটির সভাপতি আছাফুর রহমান, চাপড়া কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সুমন হোসেন, বড়দল কমিটির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, শোভনালী কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।
এসময় বক্তাগন বলেন, আমরা এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক ক্রয় করে হালাল উপার্জনে জীবিকা নির্বাহ করছি। যাত্রীদের বাড়ি থেকে তুলে নিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছি। এতে করে সাধারণ যাত্রীদের যানবাহন ভোগান্তি অনেকটাই কমে এসেছে। কিন্তু বাস মালিকরা বে-আইনি ভাবে ক্ষমতার অপব্যবহার করে ইজিবাইক চালকের নামে মিথ্যা মামলা, চালকদের লাঞ্ছিত, গাড়ি ভাংচুর করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন বক্তাগন। আগামীতে ইজিবাইক চালকদের প্রতি কোন অপশক্তি অন্যায় ভাবে জুলুম করলে তা শক্ত অবস্থানে থেকে প্রতিহত করা হবে বলে আশা ব্যাক্ত করেন নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে জেলার প্রত্যন্ত অঞ্চলের ইজিবাইক চালক ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সম্মতিক্রমে কুল্যার মোড় ইজিবাইক চালক সমিতির সভাপতি রমজান আলীকে জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা ইজিবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে জেলা ইজিবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মোঃ সোহরাব হোসেনকে চাপড়া সড়ক সম্পাদক (লাইন সেক্রেটারি), সদর কমিটির শফিকুল ইসলাম, বড়দল কমিটির মোখলেছুর রহমান, শোভনালী কমিটির ইকবাল ও চাম্পাফুল কমিটির আনারুল ইসলাম মুকুলকে সহ-সভাপতি, বুধহাটা কমিটির মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট জেলা ইজিবাইক চালক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামী ৩মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন বক্তাগন। একই সাথে ইজিবাইক চালক শ্রমিকদের ঐক্য গড়ে তুলতে জেলার প্রতিটি উপজেলার ইজিবাইক চালক সমিতি নেতাকর্মীর, জেলা কমিটিতে সদস্য পদ গ্রহণ করতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।