
আল মাহফুজ: ০২নং ওয়ার্ডের মুনজিতপুরের রথখোলা বিল ও মুন্সিপাড়ায় সৈয়দ মাহমুদ পাপার নির্বাচনী গনসংযোগ করেন সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত।
এসময় তিনি রথখোলা বিলের ভিতর দিয়ে মুন্সিপাড়া, কাসেমের, গলি, মাঠপাড়া, হয়ে মুন্সিপাড়া ক্লাবের সামনে দিয়ে খাদ্য গোদামের সামনে এসে গণসংযোগ শেষ করেন।
তার সমার্থনে ছিলেন মুন্সিপাড়ার সর্বস্তরের মানুষ। এসময় সৈয়দ মাহমুদ পাপার ডালিম প্রতিকে জয় যুক্ত করতে হাজারও মানুষ তার গণসংযোগে যোগদান করে।