
মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাব শুরুতে অতটা না থাকলেও দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। চট্টগ্রামে প্রথম মাসে ৫৩, পরের মাসেই আক্রান্ত ২১৪৫ জন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখলে আমাদের যে পরিমাণ রোগী ও সংক্রামনের ঝুকি রয়েছে সে পরিমাণ পরীক্ষা বুথ, আইসিইউ ও বেড সংখ্যা নেই।
দেশে করোনায় আক্রান্তের তালিকায় চট্টগ্রাম রয়েছে ২য় স্থানে। এদিকে গত বৃহস্পতিবার একদিনেই ২১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৮২ জন চট্টগ্রাম নগরের এবং ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ২৮ মে চট্টগ্রামে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২০৯টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চট্টগ্রামের তিনজনের করোনা শনাক্ত হয়।’ কিন্তু এই করোনায় পরিস্থিতির মধ্যে আশা আলো জ্বালিয়েছেন ব্র্যাক বাংলাদেশ। করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নগরীর ১২টি পয়েন্টে করোনা পরীক্ষার বুথ স্থাপন করা হচ্ছে। করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় এই ১২টি স্পটে করোনা পরীক্ষা করা হবে।
আগামী দুয়েকদিনের মধ্যে নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবণ রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র।