
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারে ফার্মেসি ব্যবসায়ীদের ‘সিন্ডিকেটের’ কারণে শনিবার রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকে বাজারের বেশিরভাগ ফার্মেসি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ওষুধ কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।
স্থানীয়দের অভিযোগ, কিছু নির্দিষ্ট ওষুধ শুধুমাত্র বুধহাটা বাজারেই পাওয়া যায়। ফলে ফার্মেসিগুলো হঠাৎ বন্ধ করে দেওয়ায় জরুরি প্রয়োজনে রোগীরা বিপাকে পড়েন।
শনিবার সরেজমিনে দেখা যায়—জনসেবা ফার্মেসী, ইনসাফ ফার্মেসী, লাইফ লাইন ফার্মেসী, আল-বারাকা ফার্মেসী, শেখ ফার্মেসী, রোগমুক্তি ফার্মেসী, প্যারাডাইস ফার্মেসী, রাজু ড্রাগ হাউস, পাল ফার্মেসীসহ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ ছিল।
অন্যদিকে রোগ মুক্তি ফার্মেসী, হুজাইফা ফার্মেসী, লিটন ফার্মেসী ও সীমান্ত ফার্মেসী খোলা পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, “ঔষধ একটি জরুরি সেবা। মানুষের প্রাণের সঙ্গে জড়িত এমন সেবা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা অপরাধ। এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।একাধিক ফার্মেসি মালিক জানান দোকান বন্ধ রাখলে আমাদের অনেক ক্ষতি হয়, দোকান বন্ধ রাখার কোন ইচ্ছে আমাদের নেই তবে সভাপতির নেতৃত্বে তাদের ফার্মেসি বন্ধ রাখতে হচ্ছে ।
এ বিষয়ে ফার্মেসী ব্যবসায়ীর সভাপতি আশরাফুল আলম তুহিন জানান, জেলা সমিতির মতো আমাদের এটা নতুন নিয়ম চালু করেছি। তবে আমরা দশটা দশটা ভাগ করে সারাদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা সবাই জানে। এতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে তিনি দাবি করেন।

