
চট্টগ্রাম ব্যুরো: নগরীরর পৃথক স্থানে আলাদাভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা , অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আট করেছে র্যাব-৭। এর মধ্যে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ-১১-৪৪৬৩) জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার সদর থানার দড়গা পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ আলতাজ হোসেন (৩২) ও একই এলাকার শুক্কুর মিয়ার পুত্র মোঃ বাদশা মিয়া (২২)।
গত রোববার (৭ জুন) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। র্যাব-৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক (এএসপি) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন ,কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল রাজাখালী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল¬াশি করে। ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর এলাকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ানশুটার গান, ১ টি পাইপগান, ২ রাউন্ড গুলিসহ জেলার সন্দ্বীপ থানার মুছাপুর গ্রামের মোঃ আবু সুফিয়ানের পুত্র সোহরাব হোসেন সোহেল প্রকাশ সৌরভ (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-৭। সে বর্তমানে সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করেন।
র্যাব-৭ জানায় গত রোববার (৭ জুন) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরফিন নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় ২টি ওয়ানশুটারগান, ১ টি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ৫টি এবং নগরীরর বায়েজিদ বোস্তামী থানায় ২ টিসহ মোট ৭ মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর বায়েজি বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।