আয় আয় করোনা জলদি করে আয়
হাট-বাজারের জমায়েতে ডাকছি তোরে ভাই।
বাড়ি হতে বাইরে এসে বন্ধু-বান্ধব পাই
যেমন খুশি তেমন করে কাছাকাছি যাই।
লকডাউন, কোয়ারেন্টিন আর আইসোলেশন
বাঙালি মোরা বুঝিনাতো সেসব আবার কেমন।
র্যাব, পুলিশ আর সেনাবাহিনী করছে নজরদারি
দোকান-পাটে আমরা তখন খেলছি লুকোচুরি।
মোড়ে মোড়ে বসছে এখন গল্পদাদুর আসর
করোনাকে আসতেই হবে আমরা সবে নাছোড়।
টি-স্টলের ভিতর থেকে গায়েবি সব আওয়াজ
এক টোকাতে চা-সিগারেট এটাই যেনো রেওয়াজ।
সবকথারই শেষ কথা যে ঘরে থাকবোনা
করোনা ভাই আসবেনাকো সেটি হবেনা।।
মোঃ রাশেদুল হাসান কামরুল
প্রধান শিক্ষক, সাংবাদিক।