চট্রগ্রাম প্রতিবেদক: ইউনিলিভারের চট্টগ্রাম আগ্রাবাদস্থ বাগদাদ ডিস্ট্রিবিউশন এর গুদামে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাটি গত ১৯ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে ঘটেছে মর্মে জানা যায়। চুরির ঘটনায় প্রায় সাড়ে তিন লক্ষ নগদ টাকা ও প্রায় আড়াই লক্ষ টাকার ব্যাংক একাউন্ড পে-চেক চুরি হয়েছে মর্মে জানান বাগদাদ ডিস্ট্রিবিউশনের ম্যানেজার বিপ্লব বিশ্বাস ঘটনাস্থল থেকে ২ টেব ও ১৪টি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৬০ হাজার টাকা চুরি হয়েছে বলে তিনি জানান।
অফিস ম্যানেজার বিপ্লব বিশ^াস জানান, ১৯ তারিখ রাত ১১.৩০ থেকে ২১ তারিখ সকাল ৮.০৩ ঘটিকার মধ্যবর্তী সময়ে যে কোন সময়ে গোডাউনে এডজাস্ট ফ্যান ভেঙ্গে গোডাউন ও অফিসের অভ্যন্তরে প্রবেশ করে নগদ টাকা, পে-চেক, টেব ও মোবাইল নিয়ে যায়। ঘটনার পর প্রতিষ্ঠানের মালিক জনাব মো: শওকত আলী সাহেবকে আমি অবগত করি। এই বিষয়ে গত ২২ আগস্ট বন্দর থানার বরাবরে মামলা (১৯ তারিখ-২২.০৮.২০২১ইং) দায়ের করা হলেও এখনও কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।