জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১০ ডিসেম্বর বিকাল ৩টায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রোমোটার ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান। জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে বুধহাটা এলাকার দেড় শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, জেলা তথ্য অফিস, সাতক্ষীরা জন সচেতনতায় প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে সচেতন হতে উদ্বুদ্ধ করছে। প্রেসবিজ্ঞপ্তি