নিজস্ব প্রতিবেদক: আশাশুনির রামদেবকাটিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পৈত্রিক সম্পত্তি জবর দখলে মরিয়া মহাদেব-স্বদেব গং। আশাশুনির চাপড়া মৌজার এস.এ ৭১৪ নং খতিয়ানের ২৯ শতক স্বত্ত্বদখলীয় সম্পত্তি জোর পূর্বক জবর দখলের পায়তারা করে তারা। জবর দখলের উদ্দেশ্যে কিছুদিন পূর্বে বাসুদেব দাসের দখলীয় পৈত্রিক অংশে ঘেরাবেড়া দেয় প্রতিপক্ষ মহাদেব ও স্বদেব। এ ঘটনায় প্রতিকার চেয়ে বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং পি-২৪১/২২ । উক্ত মামলায় বিজ্ঞ আদালত চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ১ম পক্ষের স্বত্ত্বদখলীয় জমিতে ২য় পক্ষদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার আদেশ দেন। এ বিষয়ে প্রথম পক্ষকে জমির দখল বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট আশাশুনি থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাদেব-সহাদেব গংদের উক্ত জমিতে না যেতে এবং জমির দখল ১ম পক্ষ তথা বাসুদেব দাসকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু মহাদেব-স্বদেব থানা কর্তৃপক্ষের কথায় কর্ণপাত না করায় থানা কর্তৃপক্ষ ১ম পক্ষ বাসুদেব দাস কে ঘেরাবেড়া উপড়ে দিয়ে জমির দখল নিতে বলেন। এমতাবস্থায় গত রবিবার (২৫ জুন) বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল উক্ত জমির ঘেরাবেড়া কেটে দখল নিতে গেলে প্রতিপক্ষ মহাদেব, তার স্ত্রী প্রমীলা ও পুত্র পুলক, স্বদেব ও তার স্ত্রী অর্চনা বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডলকে বেধড়ক মারপিট করে আহত করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় সবিতা মন্ডল বাদী হয়ে গত ২৬ জুন সাতক্ষীরা আমলী ৮ নং আদালতে মহাদেব-সহাদেব গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতনদীকে জানান, “আমার স্বামী চাকুরির সুবাদে আমরা বাইরে অবস্থান করি। আমি মাঝে মধ্যে বাড়িতে আসি। আমরা বাড়িতে অনিয়মিত থাকায় পরসম্পত্তিলোভী মহাদেব ও সহাদেব আমাদের পৈত্রিক ২৯ শতক সম্পত্তি থেকে ৩ শতক সম্পত্তি দাবী করে। আমাদের বলে তোমাদের বাকী ৩ শতক সম্পত্তি নদীগর্ভে চলে গেছে। তারা অন্যায় দাবী করে আমরা বাড়িতে না থাকার সুবাদে আমাদের জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল করে। এ বিষয়ে আমরা এডিএম কোর্টে মামলা করলে কোর্ট আমাদের পক্ষে রায় দেয় এবং ওদের (মহাদেব-সহাদেব) জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদের কে জমির দখল বুঝিয়ে দিতে বলে। ওরা জমির ঘেরাবেড়া না সরানোয় আমি আশাশুনি থানার ওসি সাহেবের অনুমতি নিয়ে জমির ঘেরাবেড়া কাটতে গেলে ওরা আমাকে মারপিট করে ও আমার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। আমি এর প্রতিকার চাই। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”
আশাশুনির রামদেবকাটিতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলে বাঁধা দেওয়ায় গৃবধুকে মারপিট
পূর্ববর্তী পোস্ট