নিজস্ব প্রতিবেদক: শিশুবন্ধু শিক্ষাবিদ সাংবাদিক আনিসুর রহিমের স্মৃতিবিজড়ত সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের অধ্যক্ষ অবঃ সচিব আহমেদুর রহিম।
প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান, প্রয়াত আনিসুর রহিমের সহধর্মীনী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইডেন মহিলা কলেজের অবঃ শিক্ষক প্রফেসর সৈয়েদা সুলতানা সালমা, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান পত্নী শিলা আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান পত্নী শাহনাজ সুলতানা, সাংবাদিক আইয়ুব হোসেন রানা, অভিভাবক শ্যামল রাহা প্রমুখ।
সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ও বিভিন্ন ইভেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা।
ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, পিযুষ কান্তি মন্ডল, কৃষ্ণপদ কুলীন, আশরাফুল ইসলাম, তাজমিন সুলতানা, সাজু রায় ও রহিমা খাতুন। সমগ্র অনুষ্ঠানটির প্রণবন্ত ও নান্দনিক উপস্থাপনায় ছিলেন শিক্ষক রেবেকা সুলতানা ও মাহমুদা জামান।