
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার স্বনামধন্য পুরোহিত কার্তিক মুখার্জীর ছোট ভাই চিরকুমার নিমাই মুখার্জী আর নেই। শুক্রবার রাত ৯ টা ৫২ মিনিটে তিনি পরলোকগমন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ্য ছিলেন।
আশাশুনি উপজেলার বেউলা গ্রামে তার জন্ম। সীমাহীন মাত্রী ভক্তি ছিলো তার। সঙ্গীত পরিবারে তার জম্ম। ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি। দক্ষিণবঙ্গের বিশিষ্ট কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী ও সাংবাদিক সুমন মুখার্জীর ছোট কাকা স্বর্গীয় নিমাই মুখার্জী ।
চিরকুমার নিমাই মুখার্জী ছোট বেলা থেকেই খুবই ধার্মিক ছিলেন। সনাতন ধর্ম প্রচার করে বেড়াতেন তিনি। শনিবার দুপুরে বেউলা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্টিত হয়।
চিরকুমার নিমাই মুখার্জী আর নেই
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার স্বনামধন্য পুরোহিত কার্তিক মুখার্জীর ছোট ভাই চিরকুমার নিমাই মুখার্জী আর নেই। শুক্রবার রাত ৯ টা ৫২ মিনিটে তিনি পরলোকগমন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ্য ছিলেন।
আশাশুনি উপজেলার বেউলা গ্রামে তার জন্ম। সীমাহীন মাত্রী ভক্তি ছিলো তার। সঙ্গীত পরিবারে তার জম্ম। ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি। দক্ষিণবঙ্গের বিশিষ্ট কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী ও সাংবাদিক সুমন মুখার্জীর ছোট কাকা স্বর্গীয় নিমাই মুখার্জী ।
চিরকুমার নিমাই মুখার্জী ছোট বেলা থেকেই খুবই ধার্মিক ছিলেন। সনাতন ধর্ম প্রচার করে বেড়াতেন তিনি। শনিবার দুপুরে বেউলা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্টিত হয়।