সাতনদী অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ছাত্রীকে (১৬) অপহরণ করে এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম রাফিকে গ্রেপ্তার করেছে র্যাব ৭।
শনিবার (১০ জুলাই) রাতে র্যাব-৭ এর একটি দল কুমিল্লায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী রাফিকে গ্রেপ্তার করে। এর আগে একই দিন সকালে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর হাইলা ইউপি এলাকার কুয়েরপাড়া গ্রামের ভূঁইয়া পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম রাফি। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ছাত্রীকেও।
জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার ওই স্কুলছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাফির। সেই সূত্রে রাফি স্কুলছাত্রীকে দেখা করার জন্য ডেকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে কুমিল্লায় নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে সেই থেকে প্রতিদিন ধর্ষণ করে। এদিকে এ ঘটনায় গত শনিবার (১০ জুন) একটি সাধারণ ডায়েরি দায়ের করে ভুক্তভোগীর পরিবার। একই দিন রাতে র্যাব-৭ এর একটি দল কুমিল্লায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী রাফিকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক আরটিভি নিউজ বলেন, স্কুলছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাফি অপহরণ করে। সেখানে তাকে দফায় দফায় ধর্ষণ করা হয়। শনিবার (১০ জুলাই) র্যাব ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।