
জি এম নজরুল ইসলাম: শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে।মুন্সীগঞ্জ ক্রিকেট কোচিং স্কুলের আয়োজনে শুক্রবার দুপুর ২ টায়। মুন্সীগঞ্জশেখ বাড়ি মাঠে আট দলীয়ও টি টুয়েন্টি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন করা হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন আও-লীগের যুগ্মসাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়ার সহকারী জজ ফারুক আজম, ওয়াড আওয়ামীলীগের সভাপতি সুপদ কুমার বৈদ্য সামাজ সেবক জামাল হোসেন, মহিলা সদস্যা পদপ্রাথী নিপা রাণী,বাবুল হোসেন, আব্দুল্লাহ, টুটুল, গফ্ফার, শাওন, মহিব,শুভ, সহ প্রমুখ।খেলায় ইশ্বারীপুর আবাহনী ক্রীড়া চক্র বানাম নওয়াবেকী ক্রিকেট একাডেমি।খেলায় নওয়াবেকী ক্রিকেট একাডেমি ৩ রানে জয়লাভ করে।আম্পায়ারে দায়িত্বে ছিলেন বিলাল হোসেন ও এস কে রাসেল।