
ভ্রাম্যমাণ প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় করোনা সংকট মোকাবেলায় ইউনিয়ন যুবলীগের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার সকাল ১০.৩০ টায় ২০০ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন যুবনেতা আলাউদ্দীন লাকি, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী, শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রনেতা কামাল হোসেন, ইয়াসির আরাফাত পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ । খাদ্য সামগ্রী বিতরণ শেষে অসুস্থ ও প্রতিবন্ধীদের দেখতে ও তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা।