
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপি কৃষি মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতীরার কৃষিবিদ অরবিন্দ বিশ্বাসের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা (অঞ্চল) কাজী আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক খুলনা কার্যালয়ের মোহন কুমার ঘোষ। বৈজ্ঞানিক কর্মকর্তা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনেরপোতা সাতীরা মোঃ আল আরাফাত তপু, বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মোঃ আসিফ রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন, সাতীরা সদর উপজেলা সহকারী কৃষি অফিসার পল্লবী সরকার, সাংবাদিক ইয়ারব হোসেন, রঘুনাথ গুহ প্রমুখ। মেলায় সাংবাদিক ইয়ারব হোসেনের কৃষি যাদুঘর ছিল সকলের দৃষ্টি। ভীড় ছিল চোখে পড়ার মত। দীর্ঘক্ষন থেকে ঘুরে ঘুরে শত শত মানুষ হাজার রকমের কৃষি উপকরন দেখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন সাতক্ষীরার মাটি খুবই উর্বর। তুলনামূলকভাবে জমির পরিমান কম হলেও সাতক্ষীরার মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফলন হয়। দেশের কৃষকদের উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পদকপ্রাপ্ত সাংবাদিক ইয়ারব হোসেনের কৃষি যাদুঘর কুষি মেলায় অংশ গ্রহন করায় বিশেষ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বক্তব্য শেষে মেলায় অংশ গ্রহন কারীদের সনদপত্র ও পুরুষ্কার বিতরন করা হয়।
গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মেলায় ২০টি স্টল স্থান পায়।