
জাতীয় ডেস্ক:
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নয় কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য পদোন্নতি প্রাপ্তদের ওএসডি করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অর্থ বিভাগের মোহাম্মদ খাদেমুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহিতুল হক সহকারী সচিব হয়েছেন।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে- রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন, সাইফুল ইসলাম, আবুল কাশেম ও মোহাম্মদ ছানোয়ার হোসেন সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম মিলন।