নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে শোকের মাস আগস্টের প্রথম প্রহরেই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের উপস্থিতিতে জন্মদিন পালনের ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন আওয়ামীলীগ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মঙ্গলবার রাতে শম্ভুজিত মন্ডল তার ব্যক্তিগত ফেজবুক আইডিতে শোকের মাসে জন্মদিনের মত অনুষ্ঠানে তার অনিচ্ছাকৃত উপস্থিতি সত্যিই দুঃখজনক বলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এদিকে আগস্টের প্রথম দিনেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন জমকালো অনুষ্ঠানে অংশ গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। আওয়ামী লীগের ত্যাগী ও প্রকৃত নেতা কর্মী এবং সমার্থকরা শোকের মাসে জমকালো অনুষ্ঠানের বিরোধিতা ও স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের উপস্থিতির প্রতিবাদ করলেও কিছু সংখ্যক দালাল ও এক শ্রেণির চাটুকারি নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা সে সকল ফেসবুক ব্যবহারকারীদের কমেন্ট বক্সে হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শম্ভুজিত মন্ডলের স্ট্যাটাসটি হবুহু তুলে ধরা হল: