প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ
ফেসবুকে ক্ষমা চাইলেন আ’লীগের সম্পাদক শম্ভুজিত মন্ডল
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে শোকের মাস আগস্টের প্রথম প্রহরেই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের উপস্থিতিতে জন্মদিন পালনের ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন আওয়ামীলীগ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মঙ্গলবার রাতে শম্ভুজিত মন্ডল তার ব্যক্তিগত ফেজবুক আইডিতে শোকের মাসে জন্মদিনের মত অনুষ্ঠানে তার অনিচ্ছাকৃত উপস্থিতি সত্যিই দুঃখজনক বলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এদিকে আগস্টের প্রথম দিনেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন জমকালো অনুষ্ঠানে অংশ গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। আওয়ামী লীগের ত্যাগী ও প্রকৃত নেতা কর্মী এবং সমার্থকরা শোকের মাসে জমকালো অনুষ্ঠানের বিরোধিতা ও স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের উপস্থিতির প্রতিবাদ করলেও কিছু সংখ্যক দালাল ও এক শ্রেণির চাটুকারি নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা সে সকল ফেসবুক ব্যবহারকারীদের কমেন্ট বক্সে হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শম্ভুজিত মন্ডলের স্ট্যাটাসটি হবুহু তুলে ধরা হল:
শোকের মাসে আশাশুনিতে জন্মদিনের মত এমন একটি অনুষ্ঠানে অনিচ্ছাকৃত আমার উপস্থিতি সত্যিই দুঃখজনক। আমি শোকের মাসের প্রথম দিনে অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য দেশ ও জাতির কাছে গভীর ভাবে দুঃখ প্রকাশ করছি।
শোকের মাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েই সবাইকে কালোব্যাচ ধারন পূর্বক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনার পরিবারের যাঁরা ১৫ আগস্টে শাহাদাত বরণ করেছেন তাদের সবাই সহ সকল শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরাবতা পালন করি। সর্বশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শোকের মাসে জন্মদিন পালনের মত এমন একটি অনুষ্ঠানে আমার উপস্থিত এটি কোন ভাবেই কাম্য ছিলো না। সেখানে উপস্থিত হয়ে সবকিছু বুঝে উঠার পরপরই আমার সংক্ষিপ্ত বক্তব্যে শোকের মাসে জন্মদিন পালনের মত অসংগতীপূর্ণ বিষয়ে আমি বক্তব্য রেখেছিলাম। আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.