
মো: রাকিব, চট্টগ্রাম: আজ ০৯ জুন ২০২০ ফেনী জেলার সদর মডেল থানাধীন দক্ষিন কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে সকাল ৯ ঘটিকার সময় ০২ পাউন্ড সাপের বিষসহ একজনকে আটক করেছে র্যাব। আটকৃত বাক্তির নাম মোঃ ইকবাল হোসেন (৩৫)। আটকৃত বাক্তি নোয়াখালী জেলার পশ্চিম রুইয়া গ্রামের মৃত লতু মিয়া পুত্র।
আটকের সময় উক্ত সাপের বিষ অবৈধভাবে বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলও জব্দ করেছে র্যাব। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। র্যাবের তথ্য অনুসারে জানা জায়, উদ্ধারকৃত সাপের বিষ বিশেষভাবে প্রক্রিয়াজাত করে শুকিয়ে পাউডার হিসেবে বিশেষভাবে তৈরি বায়ুরুদ্ধ কাঁচের পাত্রে সংরক্ষিত আছে এবং কাঁচের পাত্রটি খোলার জন্য বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এর সাথে একটি ম্যানুয়ালও পাওয়া যায় যেখানে কাঁচের পাত্রটি রক্ষণাবেক্ষণের বি¯স্তরিত পদ্ধতি উল্লেখ আছে ।