সাতনদী অনলাইন ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউপির দিঘলিয়াকান্দি গ্রামের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে ওই কিশোরীর মা ২ জনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা করেন।
অভিযুক্তরা হলেন, রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউপির দিঘলিয়াকান্দি গ্রামের হযরত আলীর ছেলে সালামত উল্লাহ ওরফে সামছুল এবং জলিল মিয়ার ছেলে সাগর মিয়া।
ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ২ জন মিলে ধর্ষণ করেছে।
মামলার বিবরণে জানা যায়, সাগর মিয়া দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আর তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কিশোরীর উপর ক্ষুব্ধ হয় সাগর। গত শনিবার রাতে ওই কিশোরীর বাড়িতে ওত পেতে থাকে সাগর ও সামছুল নামে এই দুই যুবক। পরে ঘরের বাইরে বের হলে ওই কিশোরীর টেনে প্রায় ২০০ গজ দূরে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসলে তারা পালিয়ে যায়।
রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, ধর্ষণ মামলা হওয়ার পর ওই ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে মামলার প্রধান আসামী সালামত উল্লাহ ওরফে সামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।