
মো: কামাল উদ্দীন, চট্টগ্রাম: চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রামে আবদুল আজিম গং কর্তৃক একাধিক পরিবার নির্যাতনের শিকার। বিশেষ করে হিংসুক প্রাণী মহিষ দিয়ে জিম্মি করে রেখেছে তার আশপাশের পরিবারগুলোকে। পরিবেশ দূষণ করে যাচ্ছে মহিষের মল-মূত্র দিয়ে।
ঘটনার বিবরন: চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের ইয়াছিন তালুকদার বাড়ি প্রকাশ ফকির পাড়ার আবদুল আজিম তার ৬ ছেলের মাধ্যমে প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা করে যাওয়ার অভিযোগ রয়েছে। সে এবং তার ছেলেরা প্রতিনিয়ত মারমুখী মনোভাব নিয়ে চলাফেলা করে থাকে। ঐ এলাকার অসংখ্য পরিবার তাদের হাতে জিম্মি হয়ে আছে। আবদুল আজিম ও তার ছেলেরা নিরক্ষর হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। তাদের বিরুদ্ধে বোমা বিস্ফরণসহ বিএনপি জামাতের পক্ষে আওয়ামী লীগ নেতাদের উপর হামলা করার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আবদুল আজিম ঐ এলাকার স্থায়ীভাবে বসবাস করলেও উদ্দেশ্যমূলকভাবে গণবসতি বাড়িতে মহিষের খামার গড়ে তুলেছে। মহিষ সমূহ মারমুখি যে কোন সময় যে কোন মানুষকে হামলা করতে পারে। মহিষ গৃহপালিত প্রাণী হলেও মহিষকে হিংসুক প্রাণী হিসেবে আখ্যায়িত করে থাকে। যার দরুন মহিষের খামার জনহীন এলাকায় করে থাকে। বাড়ির মধ্যে বিপদজনক মহিষ পালিয়ে পুরো বাড়ির মানুষকে জিম্মি করে রেখেছে। বিশেষ করে মহিষের মলমূলত্র কারণে একাধিক পরিবার দরজা জানালা খুলতে পারে না। ছোট ছোট শিশুরা আতঙ্কিত থাকার পাশাপাশি মারাত্মকভাবে পরিবেশ দূষণের শিকার হচ্ছে। এই মহিষ পালনের বিষয়ে কেউ বাক প্রতিবাদ করলে তাকে হামলার শিকার হতে হয়।
জৈনক ইলিয়াছ নামের এক ব্যক্তি বাড়ির মধ্যে মহিষ পালনে বাঁধা প্রদান করলে আবদুল আজিম ও তার ছেলেদের হাতে হামলার শিকার হন। উক্ত হামলার বিষয়ে বোয়ালখালী থানায় মামলা চলমান রয়েছে।
মহিষের আক্রমণে একটি নিরহ গরিব পরিবারের ঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। একদিকে আবদুল আজিমের পরিবার সন্ত্রাসী আচরণের মাধ্যমে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছে অন্যদিকে মাহিষের অত্যাচারে পুরো বাড়ির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
এ বিষয়ে উক্ত এলাকার নির্যাতনের শিকার একাধিক ব্যক্তিরা ঘটনার সত্যতা শিকার করেন। তাদের অত্যাচার ও মহিষের আক্রমণ এবং মলমূত্রের পরিবেশ দূষণ হতে রক্ষায় সংশ্লিষ্ট থানা প্রশাসন উপজেলার নির্বাহি অফিসার ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।