মো: কামাল উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম রেলস্টেশন পার্কিং এর প‚র্ব পাশের অস্থায়ীভাবে ভাড়াকৃত গুদাম ভেঙ্গে ছোট বড় ৩২ টি অবৈধ দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে ইজারদারাদারের বিরুদ্ধে। রেলের গুদাম অস্থায়ীভাবে ভাড়া নিয়ে অবৈধ মার্কেট তৈরির করে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠলেও রেল কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, অবৈধ মার্কেটে সামনের অংশের কয়েকটি দোকান অর্ধকোটি টাকা হারে বিক্রি করা হয়েছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় স্টেশন পার্কিং এর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে টিনের বেড়া দিয়ে ৩২টি দোকান দিয়ে মার্কেট তৈরি করেছে ইজারাদার। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আধারে টিনের ঘেরা দিয়ে ভাড়া নেওয়া রেলের গুদাম স¤প্রসারণ করে সেমি পাকা দোকান ঘরগুলোতে শাটার লাগানোর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে।
রেল স‚ত্রে জানা যায়, চারদলীয় জোট সরকার আমলে থেকে একটি সিন্ডিকেট বর্তমান আওয়ামীলীগের সুবিধাবাদী কথিত নেতাকে ব্যবসায়ীক পার্টনার বানিয়ে রেলের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাটে নেমেছেন। ইতিমধ্যে উক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলমন্ত্রী নির্দেশ প্রদান করলেও রেলওয়ে পূর্বাঞ্চলের জামাত বিএনপিপন্থী কর্মকর্তা- কর্মচারীরা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।
রেলের গুদাম ভেঙ্গে মার্কেট তৈরি বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী ভ‚মি অফিস সদর ম্যাজিস্ট্রেট মাহবুব করিম, জানান, আমার জানামতে চিফ কমার্শিয়াল ম্যানেজার একটি গুদামঘর ভাড়া দিয়েছেন তবে মার্কেট নির্মাণের বিষয়টি আমার জানা নেই বলে জানান। এ বিষয়ে বিস্তারিত জানতে চিফ কমার্শিয়াল ম্যানেজার (প‚র্ব) এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
রেলওয়ে প‚র্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (প‚র্ব ) এই বিষয়ে মোহাম্মদ নাজমুল ইসলামের জানান, গুদাম ঘর ভাড়া নিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণের বিষয়টি আমি শুনেছি। যদি ইজারাদার চুক্তি শর্ত ভঙ্গ করেন তাহলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেলের গুদাম ভাড়া নিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার বিষয়ে জানার জন্য সহকারী প্রশাসনিক কর্মকর্তা (বাণিজ্যিক প‚র্ব) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।