
স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসানের ব্যস্ততার শেষ নেই। মাঠের খেলায় যে নিজেকে উজাড় করে দেন, তাতে নেই সন্দেহের অবকাশ। তবে মাঠের ভেতরে-বাইরে বিতর্কিত ঘটনা থেকে শুরু করে বিজ্ঞাপনের রঙচঙে জগতেও পদচারণায় ক্লান্তি নেই বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্রের।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন বন্দরনগরী চট্টগ্রামে। সোমবার (২৭ মার্চ) সেখানেই আইরিশদের ২২ রানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে টাইগাররা। একদিনের বিরতি দিয়ে বুধবার (২৯ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে দুদল। তার আগে এক দিনের বিরতিতে বাধ্যতামূলক অনুশীলন নেই টাইগারদের। এ সুযোগটা বাকিরা যখন বিশ্রামে খরচ করছেন, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব তখন ব্যস্ত বিজ্ঞাপনের কাজে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টা নাগাদ বন্দরনগরীর সিআরবিতে শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও একই কাজ করতে দেখা গেছে সাকিবকে। সিরিজের মাঝপথে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। এছাড়া ইংলিশদের বিপক্ষে সিরিজের ফাঁকেই একদিনের ছুটিতে নিজের গ্রামের বাড়ি মাগুরায় গিয়েছিলেন তিনি।
ইংল্যান্ড সিরিজের পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে দুবাইয়ে এক প্রবাসী বাংলাদেশির সোনার দোকান উদ্বোধন করতে গিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন এ অলরাউন্ডার। হত্যা মামলার পলাতক আসামির এই দোকান উদ্বোধন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও বিব্রতকর অবস্থায় ফেলে দেন তিনি।