
আশাশুনি প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারী’২২ ইউপি নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার শ্রীউলায় নৌকা প্রতীকের অফিস উদ্বোধন ও নৌকার প্রতীকের পক্ষে পথ সভা এবং নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের কলিমাখালী পূর্বপাড়ায় অফিস উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম–সাধারন সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও শ্রীউলা ইউপির বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিল। এরপর তিনি ঐ এলাকায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের প্রতীক নৌকা দিয়ে আবারও আপনাদের মাঝে পাঠিয়েছে। নৌকা হলো উন্নয়নের প্রতীক, আওয়ামী লীগ সরকার এদেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। তাই আগামী ৫ জানুয়ারী আপনাদের মুল্যবান ভোটটি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে দিয়ে আবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। অফিস উদ্বোধন ও পথসভায় আওয়ামী লীগ নেতা স ম মিজানুর রহমান, মাওলানা খলিলুর রহমান, ঠিকাদার আব্দুস সালাম, আলহজ্ব লিয়াকাত সরদারসহ নেতা–কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।