সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি : আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা,ভাংচুর ও হত্যার হুমকির ঘটনা ধামাচাপ দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে আব্দুর রাজ্জাক মিন্টু বাহিনী। হামলার পর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকে তারা নিজেদেরকে নির্র্দোষ প্রমান করেতে মরিয়া হয়ে উঠেছে। একাধিক পত্রিকায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার তাদের গত্রদাহ শুরু হয়েছে । তারা প্রতিনিয়ত সাংবাদিক পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করছে। গত মঙ্গলবার সকালে নৈকাটি গ্রামের জাহিদ আলী সরদারের পুত্র জাতীয় দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। এঘটনায় আরিফুলের ভাই তরিকুল ইসলাম বাদি হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেন। সরজমিনে ঘুরে ও অভিযোগ সুত্রে জানাযায় নৈকাটি গ্রামের-মৃত নুর হোসেন সরদারের পুত্র আব্দুস রাজ্জাক (মিন্টু) , একাধিক মামলার আসামী সামাদ সরদার ,আব্দুস সালাম, আনার সরদার, সামাদের পুত্র মাদকাশক্ত একাধিক মামলার আসামীর মেহেদী হাসান, মিন্টুর পুত্র রাজু সরদার,আনারের পুত্র নয়ন সরদার মঙ্গলবার সকালে তাদের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে তাদেরকে মারপিট করে। রাজ্জাক দিংরা সরকারী জায়গায় অন্যায় ভাবে ঘরবাড়ী নির্মান করলে কে বা কাহারা সরকারী সম্পত্তির উপর বিবাদীদের কর্তৃক ঘর নির্মানে বিষয়টি নায়েবকে জানায়। এতে রাজ্জাক দিংরা ০২/০৩/২০২১ তারিখ সকাল অনু: ৮.৩০ ঘটিকার সময় লাঠিসোটা সহকারে বেআইনী জনতাবদ্ধে বসত বাড়ীর মধ্যে অনধিকারে প্রবেশ করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ তাদেরকে মারধর করে এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিতে থাকে। এসময় সাংবাদিক আরিফুলের ক্যামেরা কেড়ে নিয়া ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার শুনতে পেয়ে আশপাাশের লোকজন ছুটিয়া আসিলে বিবাদীরা রাস্তা ঘাটে একা পাইলে মারধর করিবে, খুন জখম করিয়া লাশ গুম করিয়া দিবে মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করিয়া চলিয়া যায়।
আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা
পূর্ববর্তী পোস্ট