
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির বুধহাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী নৈকাটি ফুটবল মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময় সমাজ সেবক আলাউদ্দিন মোড়ল, হুমায়ন আহমেদ, মহব্বত হোসেন, জিটা বাংলাদেশের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম তোতা, সামছুর রহমান, রবিউল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে একটি খাঁশি ছাগল বরাদ্দ থাকায় মাঠে ফুটবল প্রেমী দর্শক ছিলো চোখে পড়ার মত। অবিবাহিত দল ২-১ গোলের ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছালেও খেলা শেষ হওয়ার ২ মিনিট পূর্বে এলাকার সুনামধন্য খেলোয়াড় লিটন হোসেনের আত্মঘাতী গোলে খেলায় সমতা রেখে খেলার সমাপ্তি ঘটে।
খেলায় বিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন একরামুল হক এবং অবিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন লিটন গাজী। রেফারির দায়িত্ব পালন করেন সেলিম রেজা সোনা। সহযোগিতায় ছিলেন রাজু আহমেদ ও স্বপন।