শিক্ষা ডেস্ক:
স্নাতক শ্রেণিতে ভর্তি হয়ে পরের শিক্ষাবর্ষে অন্য বিষয়ে ভর্তি হয়েছেন এমন ৯৫৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থী।
বুধবার (২২ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে মোট ৯৫৪ জন এখনও দ্বৈত-ভর্তি রয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে সেটি বাতিল না করে এসব শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আবারও অন্য কোর্সে নতুনভাবে ভর্তি হয়েছেন। আগামী ২৮ মার্চের মধ্যে এসব শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) ভর্তি বাতিল করতে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে এখনও ভর্তি রয়েছে, সেসব দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। এই তালিকা অনুযায়ী তাদের শেষবারের মতো আগামী ২৮ তারিখের মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) স্নাতক (সম্মান) প্রফেশনাল/স্নাতক (পাস) ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হলো।
আরও বলা হয়, তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী এই তারিখের মধ্যে ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করবে না, তাদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। তবে তাদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বহাল থাকবে।
দ্বৈত ভর্তির তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করে, সে তার আগের ভর্তি এরই মধ্যে বাতিল করেছে এবং ২৮ তারিখ পর্যন্ত যেসব শিক্ষার্থীরা ভর্তি বাতিল করবে তারা ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি ফরমসহ বাতিলের প্রমাণাদি (ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতি পত্রের কপি ও রেজিস্ট্রেশন কার্ড) সংশ্লিষ্ট দপ্তরে ৩০ মার্চের মধ্যে পাঠাতে হবে।