প্রেস বিজ্ঞপ্তি: নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে স্বদেশ প্রধান কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বিভিন্ন নির্যাতনের শিকার আইন সহায়তা প্রাথিদের নিয়ে ক্লায়েন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বেলা ১২ টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আইন সহায়তা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, চলমান মামলা ও প্রয়োজনীয় বিষয়ে আলোচিত হয় এবং অভিযোগের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগীতা করেন আইন সহায়তা প্রদান প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো.আজাহারুল ইসলাম।
স্বদেশ’র আয়োজনে ক্লায়েন্ট ওয়ার্কসপ
পূর্ববর্তী পোস্ট