নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে ‘হাসিমুখ’। সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের হাতে হাসিমুখের পক্ষ হতে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। সরকারি বালক বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার (দুই শিফট) তৃতীয় শ্রেণীর থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত মোট ৯টি শ্রেণীর দুই শিফটে ৩৬টি শাখার ১ম ও ২য় স্থান অধিকারী ৭২ জনকে এ উপহার দেওয়া হয়। এর পূর্বে একই বিদ্যালয়ের ১২জন স্টাফকে শীতের পোশাক ও ৫২জন শিক্ষক ও প্রধান শিক্ষকসহ মোট ৫৩ জনকে ডায়েরী উপহার দেওয়া হয় হাসিমুখ ব্যানারে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ বলেন, ‘হাসিমুখ’র এ উদ্যোগ ছাত্র-ছাত্রীদের জ্ঞানলাভে উৎসাহিত করবে। আমি আশা করি হাসিমুখের এরকম উদ্যোগ অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, বিজয়ের মাস থেকে শুরু করে এ পর্যন্ত জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানের মুখে হাসি ফোটানোর চেষ্টায় চলমান আছে হাসিমুখ কার্যক্রম, যা অব্যাহত থাকবে।
সরকারি বালক বিদ্যালয়ে ‘হাসিমুখ’র উপহার সামগ্রী বিতরণ
পূর্ববর্তী পোস্ট