শেখ আব্দুল হাকিম/ জিয়াউর রহমান শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে মায়ের বকুনিতে অভিমান করে হাসনা হেনা (১৮) নামে এক কলেজ ছাত্রী ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে শ্যামনগর উপজেলা সদরের সেকেন্দার শেখের ভাড়াটিয়া বাড়ির ২য় তলায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত হাসনা হেনা কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কুয়েত প্রবাসী লুৎফর রহমানের মেয়ে এবং শ্যামনগর মহসীন সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী।
মা মর্জিনা খাতুন জানান, স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় দুই ছেলে মেয়েকে নিয়ে দিন কাটছিল। কিন্তু পড়াশোনার জন্য বকাবকি করায় অভিমান করে মেয়ে আমার নিজ রুমে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
সরেজমিনে পারিবারিক সূত্র মতে, শুক্রবার বিকালে পড়াশোনার জন্য মেয়েকে বকাবকি করে মা। এতে অভিমান করে আত্মহত্যা করে হাসনাহেনা। খবর পেয়ে পুলিশে উপ-পরিদর্শক (এসআই) দীপ্তেশ কুমার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পড়ুয়া মেয়ে হাসনা হেনার মরদেহ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।