সোহাগ হোসেন, শার্শা: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭৮ জন ভিজিডি কার্ড ধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ সময় শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদে চত্বরে এ চাল বিতরণ করা হয়। এসময় কার্ডধারীদের পারিবারিক স্বচ্ছলতা মানুষের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন শার্শা উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন। এ সময় আরও উপস্তিত ছিলেন ইউপি সচিব আবু জাফর, ইউপি সদস্য শহিদুল ইসলাম ময়না, আব্দুল মান্নানসহ সকল ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্যরা। ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওয়াতধীন (ভিডব্লিউবি) ২৭৮ জনের মাঝে জুলাই এবং আগস্ট দুই মাসের ভিজিডি কার্ডের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।