বিনোদন ডেস্ক :
সৌন্দর্য বিষয়ক প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ২০২৩’ খেতাব পেয়েছেন নন্দিনী গুপ্তা নামের এক তরুণী। তার বয়স ১৯ বছর। শনিবার (১৫ এপ্রিল) রাতে জমকালো আয়োজনে রাজস্থানের এই তরুণীর মাথায় মুকুট পরিয়ে দেন গেলো বছরের বিজয়ী সিনি শেঠি।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন দিল্লির তরুণী শ্রেয়া পুঞ্জ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মণিপুরের থুনাজাম স্ত্রেলা লুয়াং। ফাইনাল পর্বে মোট ৩০ জন প্রতিযোগী ছিলেন। এর মধ্যে বিজয়ী নন্দিনী অংশ নেবেন ৭১তম ‘মিস ওয়ার্ল্ড’-এ। যেটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
‘মিস ইন্ডিয়া’ হলেন ১৯ বছরের নন্দিনী
জানা গেছে, নন্দিনী গুপ্তা পড়াশোনা করেছেন বিজনেস ম্যানেজমেন্টে। তিনি বিশ্বাস করেন, ব্যর্থতা একজন মানুষকে তার নিজস্বতা খুঁজে পেতে বড় ভূমিকা রাখে। এজন্য বরাবরই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
ভারতের ধনকুবের রতন টাটা থেকে সবচেয়ে বেশি প্রভাবিত নন্দিনী। তিনি যেমন মানবতার জন্য কাজ করেন এবং আয়ের সিংহভাগ দান করে দেন, একইভাবে নিজের জীবনও পরিচালিত করতে চান এই তরুণী। এছাড়া ‘মিস ওয়ার্ল্ড ২০০০’ বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেও ভীষণ অনুপ্রেরণা পান নন্দিনী।
‘মিস ইন্ডিয়া’ হলেন ১৯ বছরের নন্দিনী
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস