
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের স্থানান্তরিত কাঁচা বাজার বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ব্যবসায়ীরা ডুবে যাওয়া মালপত্র নিয়ে কাছারি বাড়ি সড়ক ও সড়ক সংলগ্ন উচু স্থানে আশ্রয় নিয়ে বেচাকেনা করছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মত উপজেলার বৃহত্তর বুধহাটা বাজারের কাঁচা বাজার নিরিবিলি বড় স্থান- ইউনিয়ন ভূমি অফিসের পিছনে বিক্রয়ের জন্য বাজার বসান হয়েছিল। সেখানে ফাঁকা ফাঁকা দোকান বসিয়ে ব্যবসায়ীরা কেনা বেচা করে আসছিলেন। গত কয়েক দিনের মাঝারী আকারের বৃষ্টিপাতের ফলে বাজার স্থানটি সম্পূর্ণ ভাবে তলিয়ে গেছে। এতে ব্যবসায়ীদের মালামাল ও বসার স্থান নিমজ্জিত হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েন। বাধ্য হয়ে তারা মালামাল রক্ষার্থে এবং বাজার বজায় রাখার স্বার্থে পাশের কাছারী পাড়া মন্দির সংলগ্ন সড়ক ও মন্দির চত্বর এলাকায় ফাঁকা ফাঁকা হয়ে ব্যবসার মালামাল নিয়ে বসেছেন।
এ ব্যাপারে সার্বিক দিক বিবেচনা করে বাজারটিকে সাামজিক দূরত্ব বজায় রেখে পরিচালনার সুব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।