
শেখ বাদশা, আশাশুনি থেকে: অবহেলিত একটি জনপদের নাম আশাশুনি। যা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ ইউনিয়নের দূর্গম এলাকায় পৌঁছাতে এখনও নৌকা বা নৌ-যান নিয়ে যেতে হয়। তবে উপজেলার প্রাণ কেন্দ্র হিসেবে বাণিজ্যিক শহর হিসেবে বুধহাটা বাজারকে ধরা হয়ে থাকে। সরকারী অফিস পাড়া ছাড়া কলকারখানা, একাধিক ব্যাংক, এনজিও, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকা বুধহাটা বাজার।
বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড বরাবর লিখিত আবেদন সূত্রে জানাগেছে এ জনবহুল উপজেলার বিদ্যুৎ সেবায় নিয়োজিত আছেন মাত্র ৪জন লাইনম্যান। ঝড় বৃষ্টির দিনে জনবল কম থাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে হিমসিম খেতে হয় তাদের। বিদ্যুৎ বিভ্রাট আশাশুনি উপজেলার নিত্য দিনের সঙ্গী।
আর এ কারণেই বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি কমাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন সৈয়দপুর সেনানিবাসে কর্মরত বুধহাটা গ্রামের আতিকুল ইসলাম।
বুধহাটা, কুল্যা, দরগাহপুর ও পার্শ্ববর্তী সদর উপজেলা এলাকায় বাংলাদেশ সচিবালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তার গ্রামের বাড়ী বুধহাটা এরিয়ায় হওয়ায় ছুটিতে বাড়ী আসলে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে হয় তাদের। এছাড়া সাধারণ মানুষের বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগের তো শেষ নেই।
এমনকি পল্লী বিদ্যুতের বিল পরিশোধেও ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। বুধহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস স্থাপন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে ধারনা করছে এলাকার সচেতন মহল। এসকল কথা চিন্তা করে বুধহাটা অভিযোগ কেন্দ্রটি সাব জোনাল অফিসে উন্নীতকরণ আবেদনে জোর সুপারিশ করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুর সেনানিবাস এর ভাইস চ্যান্সেলর ও আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান। সুপারিশকৃত আবেদন চলতি বছরের দুই সেপ্টেম্বর অনুমোদন হয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবর চিঠি ইসু করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। মানুষের ভোগান্তি লাঘবে এমন উদ্যোগ গ্রহণ করায় বুধহাটা, কুল্যা, কাঁদাকাটি, দরগাহপুর ও ফিংড়ীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান ও আবেদনকারী আতিকুল ইসলাম। এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার শাহা সাতনদীকে বলেন এবিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। বোর্ড মিটিংয়ে এবিষয়ে আলোচনা করে অতিদ্রæত সেখানকার কার্যক্রম শুরু করবো।