
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: সাতক্ষীরা জেলার ঐতিহ্য মন্দির বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে দু’দিনব্যাপী রসময়ী ভাগবতী কথা আস্মাদনের আয়োজন করা হয়েছে।
জানা গেছে,রাধাকুন্ডের ভুতপূর্ণ মোহন্ত মহারাজ নিত্যলীলা প্রবীষ্ট ভাগবত পরমহংস প্রবর,অশেষ ভক্তি শাস্ত্রনিষ্ণাত,পরম পন্ডিত,অষ্টোত্তরশত শ্রীমৎ অনন্ত দাস বাবাজী মহারাজের একান্ত কৃপাধন্য রাধাকুন্ড,বৃন্ধাবন তট নিবাসী পন্ডিতকুল্ শিরোমনি পরম পূজ্যপদ পন্ডিত শ্রীল ব্ষ্ণৈবপদ দাস বাবাজী মহারাজ বাংলা ৮ ও ৯ ই ফাল্গুন ইং ২১ ও ২২ ফেব্রয়ারী শুক্র ও শনিবার বুধহাটাদ্বাদশ শিবকালী মন্দিরে হরিকথার রসসুধা নিধি পরিবেশন করবেন।উক্ত অনুষ্ঠানে ২১ও ২২ ফ্রেব্রুয়ারী শুক্রবার ও শনিবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত হরিনাম ও দীক্ষা অনূষ্ঠান,বিকাল ৩ টায় বন্দনা কীর্ত্তন,বিকাল ৪ টায় ভগবত কথা আস্মাদন,পাঠ অন্তে প্রসাদ বিতারন করা হবে।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় আছেন প্রভুপদ শ্রীল স্বপন গোস্বামী দেবহাটা পাটবাড়ী গোকুলানন্দ সেবাশ্রম,দেবহাটা,সাতক্ষীরা।উক্ত অনুষ্ঠান টি স্নিগ্ধ সুন্দর উপস্থিতি,সহযোগিতা ও ঐকান্তিক সহানুভুতি কামনা করেছেন এলাকার আঞ্চলিক গৌর ভক্ত বৃন্দ।