
সচ্চিদানন্দদেসদয়: বিদ্যুৎ লাইনের পোল ও মিটার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতিকারের দাবিতে আশাশুনিতে প্রতারনার শিকার ব্যক্তিদের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রতারনার শিকার ব্যক্তিদের পক্ষে মনিন্দ্র নাথ মন্ডল লিখিত বক্তব্যে বলেন, তারা দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বঞ্চিত থাকার সুযোগ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি আঞ্চলিক চেয়ারম্যান ফেরদেীস হোসেন তাদেরকে পোল ও মিটার প্রতি ১০০০ টাকা করে দিলে ব্যবস্থা হবে বলে আশ^াস প্রদান করেন। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এমন কথা বলে পুইজালা নিবাসী প্রভাষক দিপংকর বাছাড় দেয়াবর্ষিয়া জন সভায় প্রদীপ বাবুর মোবাইলে কল দিয়ে লাইডস্পিকারের মাধ্যমে সকলকে জানান। এরপর ১৯/০৩/২০১৭ তাং রমেশ চন্দ্র মন্ডলের মারফৎ প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা, ২৩, ৩১ মার্চ’১৭ ও ১ এপ্রিল’১৭ তাং যথাক্রমে ফটিকখালীর খগেন্দ্র সানা, পুলিন বিহারী সরকার ও রমেশ মন্ডলের মারফৎ ৫০০০, ২০০০০ ও ১ লক্ষ ৬৩ হাজার টাকা ফেরদৌসের হাতে দেওয়া হয়। এসময় কয়েকজন শিক্ষক, মেম্বর ও অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে কাজ না হওয়ায় প্রতারিত বিদ্যুৎ বঞ্চিত মানুষ ফেরদৌসির বাড়িতে তাগাদা শুরু করলে তিনি টালবাহনা করতে থাকেন। ফলে এলাকার মানুষ প্রতারনার শিকার হয়েছে বিষয়টি বুঝতে পেরে টাকা আদায়ে জোর চেষ্টা করেও সফল না হওয়ায় তারা আইন প্রয়োগকারী সংস্থাসহ জন প্রতিনিধি ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।