
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সেনারা বাখমুত দখল করতে পারলে ইউক্রেনের আরও শহর নিয়ন্ত্রণে তাদের জন্য সড়ক উন্মুক্ত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। ওই সাক্ষাৎকারে বিপুল প্রাণহানি সত্ত্বেও কেন ইউক্রেনীয় সেনাদের বাখমুত থেকে প্রত্যাহার করা হচ্ছে না সে বিষয়েও জানিয়েছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ‘এটা আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।’ জোর দিয়ে তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব বাখমুতের প্রতিরক্ষার বিষয়ে ঐক্যবদ্ধ।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা উপলব্ধি করতে পারছি যে, বাখমুতের নিয়ন্ত্রণ নিতে পারলে তারা আরও অঞ্চল দখলে মনোনিবেশ করবে। তারা স্লোভানস্ক এবং ক্রামাতরস্কে যেতে পারবে।
সিএনএনের ওলভ ব্লিৎজারকে সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, আমরা জানি রাশিয়া কেন বাখমুতের নিয়ন্ত্রণ নিতে চায়। তারা অন্ততপক্ষে ছোট বিজয় হলেও চায়। এমনকি বাখমুতের সবকিছু ধ্বংস করে হলেও। এ সময় তিনি বলেন, বাখমুতে পতাকা ওড়াতে পারলে তারা ‘বিশাল শক্তিশালী’ এই ধারণা ছড়াতে পারবে।