বিনোদন ডেস্ক :
জ্যাকি চ্যানকে বলা হয় চীনের বক্স অফিসের রাজা। তার সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। ব্যতিক্রম হয়নি এবারও।
গত ৭ এপ্রিল মুক্তি পায় জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘রাইড অন’। মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। দেড় সপ্তাহ ধরে চীনের বক্স অফিসের শীর্ষে রয়েছে সিনেমাটি। গত ১০ দিনে সিনেমাটি আয় করেছে ১৫৬ মিলিয়ন ইউয়ান (চীনের মুদ্রা)।
‘রাইড অন’ সিনেমায় জ্যাকি চ্যান ছাড়াও অভিনয় করেছেন কুংফু তারকা ইউ জিং। সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একজন স্টান্টম্যানের লড়াইয়ের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি; পাশাপাশি সেই স্টান্টম্যানের সঙ্গে তার পোষা ঘোড়ার বন্ধুত্বের গল্প তুলে এনেছেন নির্মাতা ল্যারি ইয়াং। এতে স্টান্টম্যানের ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি চ্যান।
৬৮ বছর বয়সী এই অভিনেতা নিজের অভিনয় জীবনে অসংখ্য ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। অ্যাকশন ও কমেডি দুই ফরমেটেই অনবদ্য তিনি। ক্যারিয়ারে প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমায় কুংফুর কারিকুরি দেখিয়ে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন জ্যাকি চ্যান।