প্রেস বিজ্ঞপ্তি:
ঐতিহ্যবাহী সাতক্ষীরা পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলমের সভাপতিত্বে এ উপলক্ষে স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা মালেকা পারভীন, সহকারি শিক্ষিকা ফাতেমা খাতুন, ছালমা ইয়াসমিন, মঞ্জিলা খাতুন, ছালেহা আতিয়ার, আম্বিয়া পারভীন, মঞ্জু সরকার, আছমা খাতুন, মোস্তাফা জামাল, এসমত আরা বেগম, মরিয়ম নেছা, সাবিহা সুলতানা, সিরিয়া সুলতানা, ফারহানা নাজনীন ও রেবেকা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেনীর ছাত্র মোঃ নাজিম হোসেন ও গীতা পাঠ করেন মৌমিতা সরকার। সংবর্ধিত ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সাফরিনা আরেফিন, সাবিব আনাম, মুস্তাকিম বিল্লাহ, নাজীব হোসাইন, ইরফাত ফারহা অনু ও শর্মী সুলতানা । সংবর্ধিত সাফরিনা আরেফিন বড় হয়ে ডাক্তার , সাবিব আনা সেনা কর্মকর্তা, মুস্তাকিম বিল্লাহ শিক্ষক, নাজীব হোসাইন ইঞ্জিনিয়ার, ইরফাত ফারহা অনু ডাক্তার ও শর্মী সুলতানা আইনজীবী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্জু সরকার।