
জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ নেতা ড. মো. আওলাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে ব্যাহত করতে ও তথাকথিত সুশীলদের দেশবিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বিএনপি-জামায়াত আজ পদযাত্রার নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীদের যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য ঢাকা-৪ নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জুরাইনে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগ কর্তৃক যৌথভাবে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ড. মো. আওলাদ হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৪ নির্বাচনী এলাকায় শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. মো. আওলাদ হোসেন আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবার সরকার গঠন করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবো, এটাই হোক আজকের শপথ।
সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, ঢাকা জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য আলমগীর হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাহান, কদমতলী থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হাজী আমজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আয়শা আলম, কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য হাজী নজরুল ইসলাম, ড. মনিরুল ইসলাম, রোকসানা বেগম পারুল, শহীদ মাহমুদ হেমী, কাজী জাহিদ, ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, ৫৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক দবিরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ বিভিন্ন ভোটকেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটির নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা।