মনিরুল ইসলাম মনি: কক্সবাজারে বার্ষিক আনন্দ ভ্রমণে এসে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র্যালী ও আলোচনা সভা। ১৪ মার্চ বুধবার দুপুরে মোটেল উপলে অনুষ্ঠিত র্যালী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজিত র্যালীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন, বাংলাদেশের মৎস্যখ্যাত,সাতক্ষীরার চিংড়ী উৎপাদন ও পরিবেশের উপর গুরুত্বারোপ করা হয়।
র্যালিতে প্রধান অতিথি কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক তিনি বলন, দেশের চিংড়ী উৎপাদনের পোনা কক্সবাজারে তৈরী হলেও চিংড়ী চাষ হয়, যশোর-সাতক্ষীরাসহ বৃহত্তর খুলনা অঞ্চলে। তাই কক্সবাজার আর সাতক্ষীরার মানুষের যৌথ প্রয়াসে দেশের ২য় বৃহত্তম আয়ের খাত হচ্ছে সমৃদ্ধ। তাই দুই অঞ্চলের গণমাধ্যম কর্মীদেরও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরতে হবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, দেশের মানুষ আজ মেট্ররেলের সুবিধা পাচ্ছে। দেশে স্বাধীনের পর থেকে বাংলাদেশে এত উন্নয়ন কখনো হয়নি। এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাংবাদিকদের আনরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, আজকে আপনাদেন সন্তানরা একদিন বড় হয়ে ডিসি ও এসপি হয়ে কক্সবাজারে আসবে, সেদিন সে কিন্তু বলবে আমার বাবা মায়ের সাথে ২০২৩ সালে প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে কক্সবাজারে প্রথম এসেছিলাম। এমন কথাটি শুনতেও খুব ভাল লাগবে আমাদের।
র্যালী ও আলোচনা সভা শেষে এমপি আশেক উল্লাহ রফিক সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ভূয়ষি প্রমংসা করেন। তিনি বলেন ২০১৪ সালে জাতীয় সংসদে রবি ভাইয়ের অধাধারণ বক্তৃতা শুনে তার প্রতি আলাদা একটা ভালবাসা জন্ম নেয়। তিনি ডাইনামিক একজন সংসদ সদস্য। কাজের প্রতি অনেক কর্মঠ। তার মাধ্যমে আপনারা সাতক্ষীরাকে এগিয়ে নিবেন। তিনি এ সময় মোবাইল ফোনে এমপি রবি’র সাথে কথা বলে সাংবাদিকদের সার্বিক খোজ খবরের বিষয়টি তুলে ধরেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালিতে ও আলোচনায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক আমিনুর রশিদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনি, বাংলাভিশনের সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এবি এম মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন ও দৈনিক যায়যায় দিন পত্রিকার শাকিলা ইসলাম জুঁইসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সংসদ সদস্য, প্রেসক্লাব সদস্য ও তাদের সন্তান সন্ততীদের সাথে ফটোসেশনে অংশ নেয়। চার দিনের বার্ষিক আনন্দ ভ্রমনে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের শতাধিক সদস্য কক্সাবাজার আসেন। কক্সবাজারের মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়া, ইনানী, পাটুয়ারটেক,টেকনাফ ভ্রমন করেন।