
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালায় নতুন বাংলাদেশের স্থাপতি পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতি পূনাঙ্গ বাস্তবায়নের দাবিতে উপজেলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ শে অক্টোবার) বিকাল চারটায় তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভাপতির নিজ বাসভবন চত্বরে উপজেলা দিবসের আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাপার সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান ও উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা উপজেলা সৈনিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম খাঁ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, তালা উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শেখ আব্দুল লতিফ,জাপা নেতা আনছার আলী সরদার,আব্দুর রহমান,পীর আলী, নুরুল আমিন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন জাপার মোঃ আবু সুফিয়ান গাজী, মোঃ অজেত আলী মোড়ল, মোঃ রজব আলী ফকির মোঃ নুর আলী ফকির, উপজেলা শ্রমিক পার্টির নেতা মোঃ সাহাবুদ্দীন সরদার,মোঃ ময়নুদ্দীন সরদার, মোঃ আবু মুছা সরদার, শ্রী কেষ্টপদ দাস, শ্রী সুর্যকান্ত দাস, জালালপুর ইউনিয়ন যুবসংহতির সাধারণ সফিয়ার রহমান, যুবসংহতির নেতা মতিয়ার রহমান সরদার,সাহেব আলী, মোঃ বাপ্পী,উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সহ-সভাপতি যুধিষ্ঠী চক্রবত্তী, সাক্ষব খাঁ, খলিলনগর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আবু নাঈম গাজী,মহিলাপার্টির নেত্রী মিসেস জাহানারা বেগম, শ্রী নমিতা রানী পাল প্রমুখ। আলোচনা শেষে গত রবিবার ওয়ার্ড জাপা সি.সহ সভাপতি মো.লিয়াকত আলী খাঁ মৃত্যু বরণ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনজাত করেন আধ্যত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহা. আব্দুল আলীম।
আলোচনা সভায় বক্তারা বলেন,উপজেলা ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাইলফলক। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর সময়েই উপজেলা পদ্ধতি চালুর মাধ্যমে দেশের গ্রামীণ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছিল।সভায় বক্তারা উপজেলা পদ্ধতির সুফল ও এরশাদের উন্নয়ন দর্শন তুলে ধরে বলেন, “উপজেলা পদ্ধতি ছিল তৃণমূল মানুষের ক্ষমতায়নের হাতিয়ার। এই ব্যবস্থার পুনরুজ্জীবনে জাতীয় পার্টি সর্বদা ভূমিকা রাখবে।”