
জাতীয় ডেস্ক:
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের মতো টাঙ্গাইলে একযোগে সব কয়েকটি বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করছে জেলা প্রশাসন। বাজার মনিটরিং কার্যক্রম শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার ভিড়। আগামীকাল প্রথম রোজা তাই সামর্থ্য অনুযায়ী সকলেই বাজার করতে এসেছেন। রমজানে বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশে প্রতি বছরই এর উল্টোটি হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অহেতুক নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়।
এরই ধারাবাহিকতায় মানুষের যাতে কষ্ট না হয়; এজন্য টিসিবি, ভ্রাম্যমাণ বাজারসহ সরকার এ বছর নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি রমজানের শুরু থেকে সারা দেশের বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে মনিটরিং ও লিফলেট বিতরণ করছে।
নিত্যপণ্যের দ্রব্যের দাম বৃদ্ধিও অভিযোগ জানিয়ে রমজানের শুরুতে বাজার মনিটরিং করায় সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান, প্রায় সব জিনিসেরই মূল্য ঊর্ধ্বগতি। বাজার মনিটরিংকে তারাও স্বাগত জানিয়েছে।
রমজানে বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার। তিনি বলেন, রমজানে মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে। টাঙ্গাইলেরও সরকারি সব কার্যক্রম চালু রয়েছে। আমরা আজ থেকে বাজার মনিটরিং শুরু করেছি। কেউ অযথা নিত্যপণ্য দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইলের ১২ উপজেলাসহ ১৯টি বাজারে মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ২০ হাজার লিফলেট এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে।