নিজস্ব প্রতিবেদক: শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে জেলায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ’র সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ওয়াচ) আমিনুর রহমান প্রমুখ। এসময় হিন্দু ধর্মালম্বী কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো জন্মাষ্টমী পালনের সংবাদ:
হিন্দু ছাত্র মহাসংঘ:::
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদরের মাগুরা কর্মকারপাড়া থেকে শোভাযাত্রাটি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক ও মন্দির প্রদক্ষিণ শেষে নাম সংকীর্তন অনুষ্ঠানে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র মহাসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম সুপ্রিয়, সহ সভাপতি দিনুমন্ডল, সুব্রত মন্ডল, সহ প্রচার সম্পাদক জয়ন্ত রায়, মানব উন্নয়ন সম্পাদক অভিজিৎ সরকার, দপ্তর সম্পাদক পল্লব ব্যানার্জি, কার্যকরি সদস্য সোমনাথ ব্যানার্জি, প্রসনজিৎ তরফদার, অন্তু কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিক্ষার্থীবৃন্দ।
পাটকেলঘাটা :::
কিশোর কুমার: বুধাবার সকালে দিনটি উপলক্ষে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক গোবিন্দ সাধু কোষাধাক্ষ দেবদাস রায়, প্রচার সম্পাদক গৌতম কর্মকার সদস্য বিশ্বাজিৎ চক্রবর্তী, সহ কমিটির সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পাটকেলঘাটা কালিবাড়ি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের সড়কগুলো প্রদক্ষিণ শেষে কালিবাড়ি এসে শেষ হয়। পরে ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
তালা :::
নিজস্ব প্রতিবেদক, তালা: বুধবার সকালে উপজেলার গোপালপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর মহাসীন আলীসহ পূজাউৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।
কালিগঞ্জ :::
আব্দুর রহিম, কালিগঞ্জ: বুুুধবার সকালে জন্মাষ্টমী অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার রহিমা সুলতানা বুশররা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান, অফিসার ইনচার্জ মো. মামুনুর রহমান, উপজেলা আ. লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক দ্যা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রোম ইটালি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ।
পাইকগাছা:::
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে বুধবার সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ব্যাপক আনন্দ-উৎসব ও উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে কৃষ্ণ পূজাসহ অন্যান্য আচার-বিধি পালন করা হয়। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি প্রাঙ্গণে আলোচনা পূর্বক মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূজা পরিষদের জেলা কমিটির সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র। অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূজা পরিষদের উপজেলা কমিটির সভাপতি সমীরণ কুমার সাধু। প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (পাইকগাছা -কয়রা)’র সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: প্রেমকুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জি. মাহবুবুল আলম প্রমুখ। দুদিন ব্যাপি অনুষ্ঠানে পূর্জা অর্চনা, ভাগবত পাঠ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ বৃহস্পতিবারে নন্দোৎসবের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটবে।
কেশবপুর :::
আবু হাসান, কেশবপুর: কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীতলা মন্দির প্রাঙ্গনে কেশবপুর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় প্রমুখ।
শ্যামনগর :::
আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও গোপালপুর ঐতিহাসিক শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।
দেবহাটা :::
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: বুধবার সকাল ১১ টায় দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দিরের আয়োজনে “সাধুগনের পরিত্রাণ আর দুষ্কৃতিগনের বিনাশ সাধন করার জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই” এমনই বাণী সম্বলিত একটি ব্যানার কে সামনে রেখে এক মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে শ্রী স্বপন গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. স ম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আলী মোর্তজা আনোয়ারুল হক, শেখ ফারুক হোসেন রতন, পাটবাড়ি মন্দিরের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, গোপাল গোস্বামী, ডা. গৌরাঙ্গ ঘোষ, শিক্ষক প্রশান্ত কুমার, মোহন কুমার প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরের পুরোহিত সঞ্জয় গোস্বামী।