প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ এর কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট প্রেস ব্যবসায়ী দারুল কোরান প্রেস এর সত্ত্বাধিকারী মোঃ ইনামুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এম পি,জেলা শাখার সভাপতি মকসুমুল হাকিম, সাধারন সম্পাদক এড ওসমান গনি, সহ সভাপতি কাজী রেজাউল হাসান রাজা,যুগ্ম সম্পাদক বাসু দেব সিংহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, দপ্তর সম্পাদক শীব প্রসাদ গাইন,অর্থ সম্পাদক অশোক ঘোষ, সদস্য এ কে এম ময়নুল হক,ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ মনোয়ার হোসেন,এম সুশান্ত প্রমুখ।
জেলা কমিটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ গত ১৫ জুন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।তার বয়স হয়েছিল ৬৯ বছর।