আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৮ নং খাজরা ইউনিয়ন পরিষদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ইউনিয়নের কাপসন্ডা ও চেউটিয়া গ্রামবাসীর আয়োজনে ব্রীজের উপর দিত্বীয় বার এ কর্মসূচি পালন করা হয়। মোঃ শাহিন আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈয়বুর রহমান, আব্দুল মজিদ গাজী, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন সাইফুল ইসলাম বাচ্চু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর যারা কালেকশন করতো সেটা বন্ধ হয়ে গেছে। যারা ট্যাংকি বাবদ ৩/৬ হাজার টাকা নিতো সেটাও বন্ধ হয়ে গেছে। ভিজিডির ৩০ কেজি কার্ড ফ্রীতে করবে ঘোষনা দেওয়ায় তাদের মাথায় আর কাজ করছে না।যারা ষড়যন্ত্র করছে তারা তো এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ছিলো। কিন্তু বর্তমানে তাদের স্বার্থে আঘাত লাগায় তারা এমন অপপ্রচার চালাচ্ছে।কোনো অপশক্তি আমাদের চেয়ারম্যান কে ষড়যন্ত্র করে সরাতে পারবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর আমারা ভালো আছি। কেউ চাদা চাই না। পরিষদের কোনো কাজ করতে গেলে টাকা পয়সা লাগে না।এছাড়া মানববন্ধনে বক্তারা ইউনিয়ন বাসীকে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার আহ্বান জানান।মানববন্ধনে ভারপ্রাপ্ত সাইফুল ইসলাম বাচ্চু বলেন, আমি পরিষদকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে ৩০ কেজি চাউলের কার্ড হতদরিদ্রদের মাঝে বিনা টাকায় শতভাগ করার ঘোষণা দিয়েছি এবং সেটা বিনা টাকায় ইউনিয়নের সকলকেই নিয়েই করবো। এর আগে ট্যাংকি বিতরনে (৩ থেকে ৬০০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে) দুর্নীতিমুক্ত রাখতে ফেসবুকে পোষ্ট করে ইউনিয়নের সকলকেই সচেতন করি।জামাত-বিএনপি নেতাদের সাথে নিয়ে সকল সহায়তার তালিকা ও কার্ড করবো। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সাথে পরিষদ পরিচালনার চেষ্টা করছি। সততার সাথে কাজ করা এবং ফেসবুকে ঘোষণা দেওয়া নিয়ে কিছু মেম্বার ও স্বার্থান্বেষী ব্যাক্তি আমাকে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জনগণের সহায়তায় থাকলে আমি সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে পরিষদ পরিচালনা করবো। মানববন্ধন শেষে কাপসন্ডা ও চেউটিয়া ব্রীজের উপর দুই গ্রামের শত শত মানুষ খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা, অন্যায়ের প্রতিবাদ কারী আশাশুনি উপজেলার শাখার জিয়া পরিষদের সহ সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাচ্চু সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।