
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা জেলার শেষ জনপদ শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় খোলপেটুয়া নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খোলপেটুয়া নদীর দুই পাড়ে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।
শুক্রবার (১৮ নভেম্বর ) বিকাল ৪টার সময়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ” নীলডুমুর উত্তর পাড়া যুব সংঘের আয়োজনে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে বিশাল নৌকা বাইচের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মোট ২০টি নৌকা অংশগ্রহণ করে।
নৌকাগুলো খোলপেটুয়া নদীর সংলগ্ন জাপান ফাস্ট ট্রেড লিঃ ব্রিজের পূর্ব থেকে যাত্রা শুরু করে ১ কিলোমিটার দক্ষিণে গিয়ে বাইচ সমাপ্ত করে।
এ সময় খোলপেটুয়া নদীর দু’পাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে, ব্রিজের রেলিংয়ে উঠে হাজারো এ প্রতিযোগিতা উপভোগ করেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে হিরার তরী, ২য় স্থান অধিকার করেছে সোনার তরী, ৩য় স্থান অধিকার করেছে জয় মা দুর্গা। নৌকা বাইচ প্রতিযোগিতার তরুন জননেতা ফারুক হোসেন সভাপতিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষণ এম কে এম ইকবাল হোসাইন চৌধুরীর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।