
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মনজিদের জমি জবর দখল ও ফসল বিনষ্টেল অভিযোগ পাওয়া গেছে। কমিটির সদস্য ও মুসল্লিরা জবর দখল চেষ্টাকারীদেরর হাতে নাজেজাল ও অপদস্ত হয়ে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর বায়তুল মিরাজ জামে মসজিদ কর্তৃপক্ষ ২১/৪/২৫ তাং দাদপুর গ্রামের মৃত নির্মল কুমার মিত্রের স্ত্রী উমা রানী মিত্রের কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন। জমিতে মসজিদের নামে কাগজপত্র সৃষ্টি ও হাল নাগাদ খাজনা পরিশোধ করা হয়েছে। কমিটির সদস্যরা ২০ দিন পূর্বে জমিতে ধান রোপন করে। কিন্তু গুনাকরকাটি গ্রামের মৃত আলী হাজীর ছেলে হাতেম তাই, বদিয়ার রহমান ও বদিয়ারের ছেলে সবুজসহ ৭/৮ জন জমির ধান উপড়ে নষ্ট করে ফেলে। গত ২৮ আগস্ট কমিটির সদস্যরা পুনরায় ধান রোপন করেন। প্রতিপক্ষ আবারও প্রকাশ্যে ধান উপড়ে নষ্ট করতে থাকলে কমিটির সভাপতি মুজিবর রহমান, সদস্য আয়জদ্দিনসহ মুসল্লিরা বাধা দিতে গেলে তারা নানাভাবে হুমকী দিয়ে নষ্ট করতে থাকে। এনিয়ে পুলিশ ফাঁড়িতে বসাবসি হলে তারা আদালতে মামলা থাকায় আদালতের মাধ্যমে নিষ্পত্তির কথা ও শান্তি বজায় রাখতে বলেন। জমির দ্বন্দ্ব নিয়ে হাতেম তাই বাদী হয়ে আদালতে পি ১৩৫০/২৫ ও মসজিদের পক্ষ থেকে আদালতে পি ১৩৯০/২৫ মামলা করেছেন। বিজ্ঞ আদালত দিন ধার্য ও পুলিশ নোটিশ করলেও জবর দখলকারীরা থামছেনা। তারা কমিটির সদস্য ও মুসল্লিদেরকে তাদের এলাকায় পেলে ভয়ভীতি, হেনস্থা ও মারপিট করছে। ফলে গ্রামের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।