
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- পারিবারিক কলহের জের ধরে মোমেনা খাতুন (৬৪) নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা নিয়ে নানা গুঞ্জন উঠেছে।
নিহত মোমেনা খাতুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনার টিকারী গ্রামের পিয়ার আলীর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার সময় উপজেলার সোনার টিকারী গ্রামে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ রাত১০ টার সময় ঘটনাস্থল থেকে নিহতের মৃত্যু রহস্যজনক মনে হওযায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলা নাং- ৩৪।
লাশ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে নিহতের পুত্র শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তার মা দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের লোক চক্ষুর আড়ালে শনিবার রাত সাড়ে ৮ টার সময় বাড়ির পিছনে আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষন বলেন, লাশের নিম্নাঙ্গে রক্তক্ষরণ নিয়ে বিষয়টি রহস্যজনক মনে হওযায় সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল।