
তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে: সকল প্রস্তুতি সম্পন্ন শেষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় “স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নলতা কেন্দ্রী আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) ৫৭ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস শরীফ ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ফজরের নামাযের পর থেকে খতমে কোরান মজিদ ও মিলাদ শরীফের মাধ্যমে দিয়ে শুরু হয়েছে।
নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মোঃ আব্দুর রাজ্জাক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সুনিপুন তত্ত্বাবধানে এবং নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে ১০ ফেব্রুয়ারী বুধবার মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ এবং ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে দিয়ে ৫৭ তম বার্ষিকী ওরস শরীফের সমাপ্তি ঘটবে।
ওরস শরীফ উপলক্ষে চারদিকে সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার জায়েরীন ভাই-বোনদের জন্য আবাসন ব্যবস্থা, রন্ধনশালা, খাওয়া, যানবাহনের সু-ব্যবস্থা, মিশন অফিসের সামনে লক্ষাধিক টাকা ব্যয়ে নান্দনিক গেটসহ বিভিন্ন স্থানে অসংখ্য গেট, প্যান্ডেল, মাহফিল মাঠ, পাক রওজা শরীফ, মসজিদ ও আশপাশের এলাকা সজ্জিতকরণ, লাইটিং সহ নানান সাজে সেজেছে নলতা শরীফ এলাকা। দিন-রাত পরিশ্রম করে চলেছেন মিশন কর্তকর্তা-কর্মচারী ও অসংখ্য নারী-পুরুষ স্বেচ্ছাসেবক। ওরছ শরীফ উপলক্ষে আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য মিশন কর্তৃপক্ষ পূর্বের ন্যায় অফিসার ইনচার্জ, সার্কেল, পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থা, উপজেলা ও জেলা প্রশাসন, স্কাউট, রোভার স্কাউটস, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক অব্যাহত রেখেছেন। তবে এবছর করোনার প্রকোপ থাকায় ওরস শরীফ উপলক্ষে নতুন করে কোন বাজার বা দোকানপাট বসা নিষিদ্ধ ও প্রত্যেককে মাস্ক পরা বাধ্যতা করেছে কর্তৃপক্ষ। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৫৭ তম বার্ষিক ওরছ শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির দিক নির্দেশনায় অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠানে যে সমস্ত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিছের আলোকে ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন তা হলো- হযরতুল আল্লামা আলহাজ্জ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম নূরী-পীরে তরিক্কত, খলিফায়ে দরবারে আলা হযরত, চেয়ারম্যান- আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট, বাংলাদেশ আলহাজ্জ হাফেজ মোখলেছুর রহমান বাঙ্গালী- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান- খতিব, গুলশান-১ জামে মসজিদ, ঢাকা মুফতী শাইখ মোহাম্মাদ উসমান গনী-সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম্, ঢাকা, মুফ্্তী আব্দুল মজিদ পিরিজপুরী-হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক, আলহাজ্জ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম আজিজী-ইমাম, নলতা শরীফ শাহী জামে মসজিদ, নলতা শরীফ অধ্যক্ষ ড. মাওলানা কাফীলুদ্দীন সরকার, ঢাকা, হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী-প্রাক্তন ইমাম-পোলায়ু পেনাং, মালেশিয়া, খতিব- আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা, মুফতী মাওলানা মোঃ আলমগীর হুসাইন সাইফী-খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হবিগঞ্জ, আলহাজ্জ মাওলানা মোঃ আবু সাঈদ (রংপুরী)-মুফাস্সির ও মুহাদ্দিস, খতিব- নলতা শরীফ শাহী জামে মসজিদ, মোঃ সাইদুল ইসলাম আছাদ- আন্তর্জাতিক ক্বারী, ঢাকা, উক্ত ওরছ শরীফে হাজির হতে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন।